আপনি যদি অনলাইনের মাধ্যমে সৌদি হুরুব চেক করে নিতে চান? তাহলে অনলাইনের মাধ্যমে এটা যাচাই করে নেওয়ার জন্য আপনাকে কি রকমের পদক্ষেপ অনুসরণ করতে হবে?
কিংবা অনলাইনের মাধ্যমে হুরুব চেক করে নেয়ার জন্য কি রকমের তথ্যের প্রয়োজন হবে এবং কোন ওয়েবসাইটের সহায়তায় আপনি এটি চেক করে নিতে পারবেন, সেই সংক্রান্ত তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন।
সেজন্য, আপনি যদি হাউজ ড্রাইভার,আমেল মাঞ্জিল ও মাজরা পেশা অনলাইনের মাধ্যমে হুরুব চেক করে নিতে চান, তাহলে সেই কাজটি করে নেয়ার কাছেই আর্টিকেল দেখে নিয়ে করতে পারবেন।
হুরুব চেক করতে কি কি লাগবে
আপনি যদি অনলাইনের মাধ্যমে হুরুব যাচাই করে নিতে চান, তাহলে যে সমস্ত তথ্যের প্রয়োজন হবে সেগুলো নিচে তুলে দেওয়া হল:
- বর্ডার নাম্বার।
- রেসিডেন্সি নাম্বার।
- পাসপোর্ট নাম্বার।
- আপনার জাতীয়তা অর্থাৎ আপনি কোন দেশি।
- সিকিউরিটি কোশ্চন।
এখানে থাকা সর্বশেষ যে বিষয়টি রয়েছে অর্থাৎ সিকিউরিটি কোশ্চেন আপনি ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।
তবে উপরে উল্লেখিত বর্ডার নাম্বার, রেসিডেন্সি নাম্বার, পাসপোর্ট নাম্বার এবং আপনার জাতীয়তা আপনার কাছে যে কার্ড রয়েছে, সেটি থেকে যথাযথ ভাবে বসিয়ে দিলে, তত্ত্বটি যাচাই করে নিতে পারবেন।
হুরুব চেক করার নিয়ম
অনলাইনের মাধ্যমে আপনি যদি হুরুব যাচাই করে নিতে চান, তাহলে সর্বপ্রথম নিম্নলিখিত লিংক ভিজিট করতে হবে।
যখনই উপরে উল্লেখিত লিংকে ভিজিট করবেন তখন পেইজটি আরবি ভাষায় দেয়া থাকতে পারে। এবার আপনি যদি পেইজটিকে ইংরেজিতে করে নিতে চান, তাহলে গুগল ক্রোম ব্রাউজার কিংবা অন্য যে কোন ব্রাউজার হলে উপরের দিকে ৩ ডট মেনু উপরে ক্লিক করতে হবে।
৩ ডট মেনুতে ক্লিক করার পরে, Translator বাটন এর উপরে ক্লিক করে দিতে হবে। তাহলে এই পেজটি ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে।
যখনই পেইজটি ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে, তখন তথ্য দিয়ে বক্স ফিলাপ করে নিতে আপনার কোন সমস্যা হবে না।
এবার আপনার সৌদি হুরুব চেক করে নেয়ার জন্য তথ্য দিয়ে প্রত্যেকটি বক্স ফিলাপ করে নিতে হবে।
BORDER NUMBER: আপনার আইডি কার্ডে যে বর্ডার নাম্বার রয়েছে, সেই বর্ডার নাম্বার প্রথম বক্সে বসিয়ে দিতে হবে।
RESIDENCY NUMBER: আপনার আইডি কার্ডের মধ্যে যে রেসিডেন্সি নাম্বার রয়েছে, সেই রেসিডেন্সি নাম্বার দ্বিতীয় বক্সে বসে দিতে হবে।
Passport Number: তৃতীয় বক্সে আপনার পাসপোর্ট নাম্বার বসিয়ে দিতে হবে।
Nationality: ন্যাশনালিটি হিসেবে Bangladeshi সিলেক্ট করে নিতে হবে।
এবং তারপরে একদম সর্বশেষে, বক্সে যে সমস্ত নাম্বার দেখাবে, সেই নাম্বার গুলো VERIFICATION CODE নামের বক্সটিতে বসিয়ে দিতে হবে।
পেইজে থাকা প্রত্যেকটি বক্স যথাযথভাবে ফিলাপ করার পরে, একদম সর্বশেষে “Research” বাটনে ক্লিক করতে হবে।
যখন আপনি রিসার্চ বাটন এর উপরে ক্লিক করে দিবেন তখন আপনার দেয়া তথ্য সঠিক থেকে থাকলে এর পরবর্তী পেজে আপনার হুরুব সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
আর উপরে উল্লেখিত উপায়ে, আমার বাংলাদেশের যে সমস্ত ভাইয়েরা রয়েছেন প্রত্যেক ভাই-বোনেরা হাউজ ড্রাইভার,আমেল মাঞ্জিল ও মাজরা পেশা হুরুব যাচাই করে নিতে পারবেন।
তাহলে আর দেরি কেন? এখনই উপরে উল্লেখিত উপায় বাংলাদেশি ভাইবোনেরা খুব সহজে ড্রাইভার, আমেল মাঞ্জিল ও মাজরা পেশা হুরুব যাচাই করে নিন।