টাকার রেট

সৌদি টাকার রেট – সৌদি ১ রিয়াল সমান কত টাকা?

আপনি যদি সৌদি আরবের অভ্যন্তরে থেকে সেখানে রিয়াল উপার্জন করেন, তাহলে সৌদি টাকার রেট, সৌদি রিয়াল রেট অথবা সৌদি ১ টাকা বাংলাদেশের কত টাকা হয় সেটি সম্পর্কে জেনে নিতে চাইবেন।

আর আপনি যদি একদম শর্টকাটে সর্বশেষ আপডেট অনুযায়ী আজকের সৌদি টাকার রেট সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে চান, তাহলে এই আর্টিকেলটি দেখে নিতে পারেন।

সৌদি টাকার রেট

সর্বশেষ আপডেট অনুযায়ী আপনি যদি সৌদি আরবের মুদ্রাকে বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করে নেন তাহলে কত টাকা পাবেন? কিংবা সেই দেশের মুদ্রার মান আসলে কেমন?

সেই রিলেটেড যাবতীয় তথ্য নিচে থেকে জেনে নিতে পারেন।

সৌদি রিয়ালটাকার রেট
১ সৌদি রিয়াল২৯ টাকা ২৮ পয়সা।
৫ সৌদি রিয়াল১৪৬ টাকা ৪০ পয়সা।
২০ সৌদি রিয়াল৫৮৫ টাকা ৫৯ পয়সা।
৫০ সৌদি রিয়াল১,৪৬৩ টাকা ৯৮ পয়সা।
১০০ সৌদি রিয়াল২,৯২৭ টাকা ৯৬ পয়সা।
৫০০ সৌদি রিয়াল১৪,৬৩৯ টাকা ৮২ পয়সা।
১,০০০ সৌদি রিয়াল২৯,২৭৯ টাকা ৬৪ পয়সা।
১০,০০০ সৌদি রিয়াল২৯২,৭৯৬ টাকা ৪১ পয়সা।

উপরে যে তথ্যটি আলোচনা করা হয়েছে সেটি হলো সর্বশেষ আপলোড অনুযায়ী সৌদি আরবের মুদ্রা কে বাংলাদেশী মুদ্রা রূপান্তর করার ফলে আপনি যত টাকা পাবেন তার একটি রূপ।

এখানে যে তথ্যটি দেয়া হয়েছে সেটি একেবারে সঠিক তথ্য হিসেবে বিবেচিত হবে। কারণ এখানে থাকা তথ্যটি আজকের সর্বশেষ তত্ত্বের সাথে আপডেট রেখে তৈরি করা হয়েছে।

সৌদি ১ টাকা বাংলাদেশের কত টাকা?

যদি সৌদি আরবের ১ সমপরিমাণ মুদ্রাকে বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করে নেন, তাহলে কত টাকা পাবেন?

কিংবা সৌদি ১ টাকা বাংলাদেশের কত টাকা হয়? সেই রিলেটেড একটি ছোট তথ্য নিজে থেকে দেখে নিতে পারেন।

সৌদি আরব ১ টাকা বাংলাদেশ কত টাকা?
সৌদি ১ টাকা বাংলাদেশের ২৯ টাকা ৯০ পয়সা।

উপরে উল্লেখিত তথ্যটি সর্বশেষ আপডেট অনুযায়ী সৌদি ১ রিয়াল বাংলাদেশে কত টাকা হয় সেই রিলেটেড তথ্য।

সৌদি মুদ্রা পরিচিতি

সৌদি আরবের অভ্যন্তরে লেনদেন করার জন্য তাদের একটি মুদ্রা রয়েছে। আর সেই মুদ্রার নাম হল সৌদি রিয়াল। এই মুদ্রার মাধ্যমে আপনি সেই দেশের অভ্যন্তরে লেনদেন করতে পারবেন।

সৌদি আরবের মুদ্রার ব্যাংক কোড: SAR. একে ১০০ হালালায় (আরবি: هللة‎‎ হালালাহ) বিভক্ত করা হয়। ৫ হালালাকে ১ সৌদি কিরিশ বলা হয়।

এই দেশের অভ্যন্তরে লেনদেন করার জন্য তাদের কিছু ব্যাংক নোট এবং কয়েন রয়েছে। যেগুলোর মাধ্যমে আপনি সেই দেশে লেনদেন করতে পারেন।

সৌদি আরবের অভ্যন্তরে লেনদেন করার জন্য তাদের যে ব্যাংকনোট রয়েছে, সেগুলো হলোঃ ১, ৫, ১০, ৫০, ১০০, ৫০০ রিয়াল।

এছাড়াও লেনদেন করার জন্য যে সমস্ত কয়েন রয়েছে সেগুলো হলোঃ ৫, ১০, ২৫, ৫০, ১০০ হালালা। উপরে উল্লেখিত ব্যাংক নোট এবং কয়েন এর মাধ্যমে আপনি সেই দেশে লেনদেন করতে পারবেন।

সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের নাম হল, সৌদি কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে সৌদি আরবের অভ্যন্তরে ব্যাংকের কার্যক্রম নিয়ন্ত্রিত হয়ে থাকে।

প্রবাসী ব্লগ লেখক

সেরকম কিছুই জানিনা! তবে জেনে নিতে দোষ কি?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Google News